Between Bollywood King Shaharukh Khan and Salman Khan has quarrel form long days.But in a party Salman and Gouri came closely.Read in Bangla...full
সালমান খান-শাহরুখ খান চির বৈরিতার কথা অজানা নয় কারোরই। বলিউডের প্রথম সারির এই দুই অভিনেতার ভেতর সাপে-নেউলে সম্পর্ক থাকলেও, শাহরুখের স্ত্রী গৌরি খান কিন্তু ঠিকই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সালমানের সঙ্গে। সম্প্রতি এক পার্টিতে সালমান-গৌরির অন্তরঙ্গতা বিস্মিত করেছে সেখানে উপস্থিত সবাইকে।
সম্প্রতি সালমানের ভাই সোহেল খানের স্ত্রী সীমার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন গৌরি, হাজির ছিলেন সালমানও। এক খবরে জি নিউজ জানিয়েছে, সেখানে সালমান এবং তাঁর পরিবারের সবার সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই মিশতে দেখা গেছে গৌরিকে। সীমা ও গৌরি খুবই ভালো বন্ধু। সেই হিসেবে সীমার জন্মদিনের পার্টিতে গৌরি আসবেন এটা খুবই স্বাভাবিক। কিন্তু যে বিষয়টি সবাইকে অবাক করেছে সেটা হলো, সালমানের সঙ্গে গৌরির সখ্য। পার্টিতে তাঁদের দুজনের অন্তরঙ্গতা উপস্থিত সবারই নজর কেড়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সীমার জন্মদিনের পার্টিতে লাল রঙের আকর্ষণীয় পোশাকে হাজির হয়েছিলেন গৌরি। সেখানে সালমান ও গৌরি মুখোমুখি হওয়ার সময় একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাঁদের দুজনকে গল্প-গুজবেও মেতে থাকতে দেখা গেছে। একে অপরের সান্নিধ্যে থেকে পার্টিটি বেশ উপভোগই করেছেন তাঁরা।’
পার্টিতে আরও হাজির হয়েছিলেন রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, অর্জুন রামপাল, মেহের, অমৃতা অরোরা, সাবিনা খান, অর্পিতা খান প্রমুখ।
সালমান-গৌরি সখ্যতা নিয়ে বলিউডের টিনসেলে এখন নানা প্রচার। এর আগে শাহরুখ-প্রিয়াংকা চোপড়া ঘনিষ্ঠতা নিয়ে জল কম ঘোলা হয়নি। এমনকি এ ঘটনায় শাহরুখ-গৌরির ২০ বছরের সংসার জীবন হুমকির মুখেও পড়েছিল। এ ছাড়া শাহরুখের সঙ্গে ‘লন্ডন ইশক’ ছবিতে জুটি বেঁধে ক্যাটরিনা কাইফের অভিনয়, অন্তরঙ্গতা; দিন কয়েক আগে শাহরুখের জন্য ক্যাটরিনার এক কোটি রুপির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়া। সব মিলিয়ে ভালোই ডালপালা মেলছে গুজব। সংগতকারণেই এসব ঘটনার মাত্র কয়েক দিন পরই সালমানের সঙ্গে শাহরুখ পত্নী গৌরির পার্টিতে মেতে ওঠার নতুন ঘটনাটি নিয়ে অনেকেই ভাবছেন যে তাহলে কী ইচ্ছে করেই শাহরুখের চিরশত্রু সালমানের সঙ্গে পার্টিতে মেতে উঠলেন গৌরি! নাকি সালমান-শাহরুখ সম্পর্কের মেল বন্ধনে দূতিয়ালি করছেন তিনি! এখন দেখার বিষয় হল, এ ঘটনায় শাহরুখ খানের কী প্রতিক্রিয়া হয়!
সালমান খান-শাহরুখ খান চির বৈরিতার কথা অজানা নয় কারোরই। বলিউডের প্রথম সারির এই দুই অভিনেতার ভেতর সাপে-নেউলে সম্পর্ক থাকলেও, শাহরুখের স্ত্রী গৌরি খান কিন্তু ঠিকই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সালমানের সঙ্গে। সম্প্রতি এক পার্টিতে সালমান-গৌরির অন্তরঙ্গতা বিস্মিত করেছে সেখানে উপস্থিত সবাইকে।
সম্প্রতি সালমানের ভাই সোহেল খানের স্ত্রী সীমার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন গৌরি, হাজির ছিলেন সালমানও। এক খবরে জি নিউজ জানিয়েছে, সেখানে সালমান এবং তাঁর পরিবারের সবার সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই মিশতে দেখা গেছে গৌরিকে। সীমা ও গৌরি খুবই ভালো বন্ধু। সেই হিসেবে সীমার জন্মদিনের পার্টিতে গৌরি আসবেন এটা খুবই স্বাভাবিক। কিন্তু যে বিষয়টি সবাইকে অবাক করেছে সেটা হলো, সালমানের সঙ্গে গৌরির সখ্য। পার্টিতে তাঁদের দুজনের অন্তরঙ্গতা উপস্থিত সবারই নজর কেড়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সীমার জন্মদিনের পার্টিতে লাল রঙের আকর্ষণীয় পোশাকে হাজির হয়েছিলেন গৌরি। সেখানে সালমান ও গৌরি মুখোমুখি হওয়ার সময় একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাঁদের দুজনকে গল্প-গুজবেও মেতে থাকতে দেখা গেছে। একে অপরের সান্নিধ্যে থেকে পার্টিটি বেশ উপভোগই করেছেন তাঁরা।’
পার্টিতে আরও হাজির হয়েছিলেন রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, অর্জুন রামপাল, মেহের, অমৃতা অরোরা, সাবিনা খান, অর্পিতা খান প্রমুখ।
সালমান-গৌরি সখ্যতা নিয়ে বলিউডের টিনসেলে এখন নানা প্রচার। এর আগে শাহরুখ-প্রিয়াংকা চোপড়া ঘনিষ্ঠতা নিয়ে জল কম ঘোলা হয়নি। এমনকি এ ঘটনায় শাহরুখ-গৌরির ২০ বছরের সংসার জীবন হুমকির মুখেও পড়েছিল। এ ছাড়া শাহরুখের সঙ্গে ‘লন্ডন ইশক’ ছবিতে জুটি বেঁধে ক্যাটরিনা কাইফের অভিনয়, অন্তরঙ্গতা; দিন কয়েক আগে শাহরুখের জন্য ক্যাটরিনার এক কোটি রুপির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়া। সব মিলিয়ে ভালোই ডালপালা মেলছে গুজব। সংগতকারণেই এসব ঘটনার মাত্র কয়েক দিন পরই সালমানের সঙ্গে শাহরুখ পত্নী গৌরির পার্টিতে মেতে ওঠার নতুন ঘটনাটি নিয়ে অনেকেই ভাবছেন যে তাহলে কী ইচ্ছে করেই শাহরুখের চিরশত্রু সালমানের সঙ্গে পার্টিতে মেতে উঠলেন গৌরি! নাকি সালমান-শাহরুখ সম্পর্কের মেল বন্ধনে দূতিয়ালি করছেন তিনি! এখন দেখার বিষয় হল, এ ঘটনায় শাহরুখ খানের কী প্রতিক্রিয়া হয়!
No comments:
Post a Comment
Google
Note: Only a member of this blog may post a comment.